আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম
ইসরায়েলের দুই উগ্র অতি-ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নেদারল্যান্ডস। নিষেধাজ্ঞা ফলে তারা নেদারল্যান্ডসে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে তাদের সব ধরনের সম্পদ জব্দ করা হবে।
স্থানীয় ডাচ সংবাদমাধ্যম জানিয়েছে, গাজার মানবিক সংকটের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য সোমবার (২৮ জুন) এই সিদ্ধান্ত নিয়েছে ডাচ সরকার। একই সঙ্গে গাজায় অসহনীয় পরিস্থিতির নিন্দা জানাতে নেদারল্যান্ডসে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মোদি এফ্রেমকে তলব করা হয়েছে।
ডাচ আইন প্রণেতাদের কাছে লেখা এক চিঠিতে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভালডেক্যাম্প বলেছেন, ‘ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থি সহিংসতা এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উস্কে দিয়েছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছেন। এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণযোগ্য নয়। এই কারণেই আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।’
আরও পড়ুন
৬৬২ দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৬০ হাজার
ত্রাণের জন্য দৌড়াতে বাধ্য ফিলিস্তিনিরা বলছেন ‘আমরা কুকুর নই’
গাজায় দুর্ভিক্ষ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের মধ্যে এই নিষেধাজ্ঞার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ), বিশেষ করে নেদারল্যান্ডসের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতির ইঙ্গিত দিচ্ছে।
গতকাল সোমবার ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ এবং ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ গাজার পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে বাগযুদ্ধ করেন।
নেদারল্যান্ডস দ্বিতীয় ইইউ দেশ যারা স্মোট্রিচ এবং বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, চলতি মাসের শুরুতে ইইউ-ভুক্ত দেশ স্লোভেনিয়া তাদের ওপর নিষেধাজ্ঞা ঘোষণার পর। এরআগে গত জুন মাসে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ের এবং যুক্তরাজ্য উগ্র ডানপন্থী ইসরায়েলি এই দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
পৃথকভাবে নেদারল্যান্ডস-সহ বেশ কয়েকটি ইইউ দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মেনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমএইচআর