images

আন্তর্জাতিক

স্টারলিংক ব্যবহার করে কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক অপরাধী চক্র মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ব্যাপক প্রতারণার মাধ্যমে আমেরিকানদের কাছ থেকে কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় সিনেটর ম্যাগি হাসান। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইলন মাস্কের কাছে লেখা এক চিঠিতে অপরাধীদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সিনেটর ম্যাগি হাসানের লেখা চিঠির একটি কপি হাতে পেয়েছে।

চিঠিতে তিনি বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় একাধিক আন্তর্জাতিক অপরাধ চক্র স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ‘স্ক্যাম কম্পাউন্ড’ পরিচালনার মাধ্যমে আমেরিকানদের সঙ্গে প্রতারণা করছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক বলেছে, এসব চক্র প্রতারণার মাধ্যমে আমেরিকানদের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে।

ম্যাগি হাসান বলেন, ‘স্পেসএক্সের পরিষেবা নিয়ম অনুযায়ী, প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের সংযোগ বিচ্ছিন্ন করার বিধান থাকলেও মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসে এসব স্ক্যাম নেটওয়ার্ক অব্যাহতভাবে স্টারলিংকের ব্যবহার করছে।’

MAGGI_HASAN
সিনেটর ম্যাগি হাসান

ওই সিনেটর আরও বলেন, ‘আমেরিকানদের লক্ষ্যবস্তু করতে স্টারলিংক পরিষেবা ব্যবহার থেকে অপরাধীদের বিরত রাখা স্পেসএক্সের দায়িত্ব।’

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের সাড়া দেয়নি স্পেসএক্স।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বিশেষ করে থাইল্যান্ড-মিয়ানমার সীমান্ত এলাকায় স্ক্যাম কম্পাউন্ড গড়ে তুলে আন্তর্জাতিক বিভিন্ন অপরাধী চক্র বিশ্বজুড়ে প্রতারণা কার্যক্রম পরিচালনা করছে। গত কয়েক বছরে এই চক্রের সদস্যরা লাখ লাখ মানুষকে বিভিন্ন দেশে পাচার করেছে। পাচারের শিকার লোকজনকে দিয়ে জোর করে অনলাইনে অবৈধ প্রতারণামূলক কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সিনেটর হাসান লিখেছেন, ‘বেশিরভাগ মানুষ হয়তো ক্রমবর্ধমান স্ক্যাম মেসেজ, ফোনকল অথবা ই-মেইল পাচ্ছেন। কিন্তু বিশ্বের অন্য প্রান্তে অবস্থানকারী আন্তর্জাতিক অপরাধীরা যে এসব প্রতারণার কাজে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করছে, তা হয়তো তারা জানেন না ‘

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সীমান্ত লাগোয়া শহর মায়াওয়াডিসহ নিজেদের পাঁচটি অঞ্চলে বিদ্যুৎ, ইন্টারনেট ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। যাতে এসব স্ক্যাম সেন্টারের কার্যক্রম বন্ধ করা যায়, যা বড় ধরনের আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে।

মূলত, চীনা অভিনেতা ওয়াং ঝিং অপহরণের শিকার হওয়ার পর এই স্ক্যাম সেন্টার বন্ধের বিষয়ে আন্তর্জাতিক চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারিতে থাইল্যান্ডে পৌঁছানোর পর নিখোঁজ হন তিনি। পরে মিয়ানমারের সীমান্ত এলাকা তাকে উদ্ধার করে থাই পুলিশ।

যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিস-এর দাবি, অপরাধমূলক নেটওয়ার্কগুলো চীন থেকে পরিচালিত হচ্ছে। 


এমএইচআর