images

আন্তর্জাতিক

জেলেনস্কির বিরুদ্ধে কিয়েভে বিক্ষোভ 

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ০৬:৪৬ পিএম

দুর্নীতিবিরোধী দুটি সংস্থার স্বাধীনতা খর্ব করার অভিযোগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির বিরদ্ধে টানা পঞ্চম দিনের মতো দেশটির রাজধানী কিয়েভে বিক্ষোভ করছেন শত শত বিক্ষোভকারী।

গত সপ্তাহে জেলেনস্কি ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (এনএবিইউ) এবং বিশেষায়িত দুর্নীতি দমন প্রসিকিউটর অফিস (এসএপিও)-এর তত্ত্বাবধান দেশটির প্রসিকিউটর জেনারেলের কাছে হস্তান্তর করে একটি আইন স্বাক্ষর করার পর এই বিক্ষোভ শুরু হয়। 

সমালোচকদের দাবি, এই পদক্ষেপ মূলত বেশ কয়েকটি হাই-প্রোফাইল দুর্নীতির মামলা তদন্তে সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে বাধা দেওয়ার জন্যই নিয়েছেন জেলেনস্কি।  

জেলেনস্কির এই সিদ্ধান্তে কিয়েভের পশ্চিমা সমর্থকরাও অসন্তোষ প্রকাশ করেছে এবং আইনটি কার্যকর করা হলে তারা ইউক্রেনকে সহায়তায় পুনর্বিবেচনা করতে পারে বলেও সতর্ক করেছে। 

এদিকে তীব্র প্রতিক্রিয়ার মুখে জেলেনস্কি সংস্থাগুলোর স্বাধীনতা পুনরুদ্ধারে আইনটি বাতিল করতে সম্মত হয়েছেন।

ইউক্রেনীয় সংসদ সদস্যরা বলেছেন, তারা দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য একটি আইন পাস করার জন্য আগামী বৃহস্পতিবার একটি অধিবেশনে বসবেন।

অন্যদিকে ইউক্রেনে চলমান বিক্ষোভের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনীয় দুর্নীতিবিরোধী সংস্থাগুলো আসলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে না, বরং পশ্চিমা দেশ থেকে ইউক্রেনে আসা অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিয়েভ কতৃপক্ষ।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ‍তিন বছর ধরে ভয়াবহ যুদ্ধ চলছে ইউক্রেনে। পশ্চিমাদের বিপুল সহায়তায় রাশিয়াকে টক্কর দিচ্ছে ইউক্রেন। তবে আরও একটি যুদ্ধে লড়তে হচ্ছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। দেশটিতে আগে থেকে রাজনীতি ও প্রশাসনে ব্যাপক দুর্নীতি ছিল, যুদ্ধে বিদেশি বিভিন্ন সহায়তা ও সেগুলো বণ্টনের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। 

যুদ্ধাবস্থার মধ্যেও সম্প্রতি দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে বিভিন্ন অভিযোগ প্রকাশিত হয়েছে। বিশেষ করে সামরিক সরঞ্জাম ক্রয়ে বিপুল দুর্নীতি হচ্ছে বলে জানা গেছে। দুর্নীতির অভিযোগ ওঠা ও তদন্ত শুরুর পর এরই মধ্যে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট অফিসের উপ-প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী ভায়াচেস্লাভ, ডেপুটি প্রসিকিউটর জেনারেল ওলেক্সি সিমোনেঙ্কোও পদত্যাগ করেছেন।

সূত্র: আরটি


এমএইচআর