images

আন্তর্জাতিক

আবারও বোয়িংয়ে আগুন, অল্পের জন্য বাঁচলেন ১৭৩ যাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ পিএম

আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৩০২৩ বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। গন্তব্য মায়ামি। বিমানে ছিলেন ১৭৩ জন যাত্রী। কিন্তু উড়াল দেওয়ার ঠিক আগের মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়।

সবে রানওয়ে ছেড়ে উড়েছে। তখনই ধোঁয়ায় ঢেকে গেল বোয়িং বিমান। যাত্রীদের মধ্যে শুরু হুড়োহুড়ি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু। 

শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে। আমেরিকায় তখন দুপুর ২টা বেজে ৪৫ মিনিট। আপদকালীন সাইরেন বাজতে থাকে। কন্ট্রোলার ককপিটে সতর্কবার্তা পাঠান। 

তিনি জানান, বিমানটিতে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। আগুনের শিখাও লক্ষ করা যাচ্ছে। ক্রমশ সেটা ছড়াচ্ছে। তার কিছুক্ষণ পরে কন্ট্রোলারের আবার সাবধানবাণী, আপনারা একেবারেই আগুনের মধ্যে পড়েছেন। শুরু হয় আপৎকালীন ভাবে অবতরণের চেষ্টা। 

তবে যাত্রীরা আতঙ্কে জরুরি নির্গমণ দরজা দিয়ে লাফিয়ে নেমে পড়েন। ওই দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। 

তাতে দেখা যাচ্ছে, বিমানের বাঁ দিকের পিছনের অংশ দিয়ে গল গল করে কালো ধোঁয়া বার হচ্ছে। তখন লাফ দিয়ে নামতে দেখা যায় কয়েক জন যাত্রীকে। ঘটনাস্থলে দেখা যায় ডেনভারের দমকল বিভাগের কর্মীদের।

পরে দমকল বিভাগের তরফে জানানো হয়, আগুন নেভানো গেছে। তবে কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। 

জানা গেছে, যে বিমানটিতে আগুন লাগে, সেটি বোয়িংয়ের তৈরি ম্যাক্স ৮। বিমানের চাকায় কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী এবং বিমানকর্মীদের সবাই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। 

পাঁচ-ছয়জন অল্প জখম হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে অন্য একটি বিমানে ওই যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।

-এমএমএস