images

আন্তর্জাতিক

মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২৫, ১২:১৪ পিএম

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসাদেবী মন্দিরে রোববার সকালে পূজা দিতে ভিড় করেছিলেন অনেকে। মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সিঁড়ি বেয়ে পৌঁছাতে হয় মন্দিরে। 

সেখানেই পুণ্যার্থীদের মধ্যে হুড়াহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। এতে অন্তত ছয় জন পুণ্যার্থীর মুত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার সকালে হরিদ্বারের ওই মন্দিরে পুজো দিতে গিয়ে সিঁড়িতে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি। 

একে অপরের ওপর পড়ে যান। তাদের টপকে মন্দিরে পৌঁছাতে চেষ্টা করেন অন্যেরা। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সব বিভাগকে উদ্ধারের কাজে গতি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। 

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে, একে একে অ্যাম্বুল্যান্স এসে পৌঁছাচ্ছে ঘটনাস্থলে। 

আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।

পদপিষ্টের এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। দুঃখপ্রকাশ করে তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। 

একই সঙ্গে সরকারের তরফে সব রকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন ধামি। আহতদের দ্রুত সুস্থ কামনা করেছেন তিনি।

-এমএমএস