images

আন্তর্জাতিক

প্রথমবার টিকিট কেটেই আমিরাতে লটারি জিতলেন বাংলাদেশি যুবক

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১১:০৮ পিএম

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিট ড্রতে প্রথমবারের মতো টিকিট কেটেই ৫০ হাজার দিরহাম জিতেছেন খোরশেদ আলম নামে এক বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা, ১৬ লাখ ৬১ হাজার টাকারও বেশি।

আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ২২ বছর বয়সি খোরশেদ আলম চার বছর ধরে আমিরাতের শারজাহতে আছেন। সেখানে পানি বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন তিনি। এ সুখবর জানাতে বিগ টিকিটের হোস্ট বোখরা তাকে দুইবার ফোন করলে তিনি ফোন ধরেননি। তবে পরবর্তীতে লটারি জেতার বিষয়টি জানতে পারেন।

খোরশেদ জানিয়েছেন, মোট ২০ জনের একটি দল হয়ে টিকিটটি কেটেছিলেন তিনি। লটারিতে অর্থ ২০ জনের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করছেন।

লটারি জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সত্যিই খুশি’। 

ভবিষ্যতে আরও টিকিট কেটে যাবেন বলে জানিয়ে বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটু সুযোগ নিন, কারণ ভাগ্যে থাকলে যেকোনো কিছু সম্ভব।’


এমএইচআর