আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
পারমাণবিক ইস্যু এবং পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়া ও চীনের জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে তেহরানে বৈঠক করেছেন ইরানের কূটনীতিকরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা মঙ্গলবার জানিয়েছে, ইস্তাম্বুলে আগামী শুক্রবার ইউরোপীয় দেশগুলির সঙ্গে নির্ধারিত আলোচনার আগে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে এ নিয়ে করেছে। খবর আনাদোলুর।
প্রতিবেদন অনুসারে, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করার জন্য তিনটি দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা তেহরানে বৈঠক করেছেন।
আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত ইরান
প্রতিনিধিদলগুলি আগামী সপ্তাহে একটি ফলোআপ বৈঠক করতে সম্মত হয়েছে। গত রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে যে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ইউরোপীয় পক্ষগুলির অনুরোধে আগামী শুক্রবার ইস্তাম্বুলে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হবে।
ইরান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য - মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া - এবং জার্মানির মধ্যে ২০১৫ সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২০১৮ সালের ৮ মে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে আসে এবং ইরানের উপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে।
সম্প্রতি (১৩ জুন) ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক আকস্মিক সামরিক অভিযান শুরু করে, ইরানও পাল্টা হামলা শুরু করে। দেশ দুটির মধ্যে ১২ দিনের যুদ্ধে শত শত মানুষের হতাহতের ঘটনা ঘটে। ২৪ জুন ওয়াশিংটনের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, উভয় পক্ষই যুদ্ধে জয় দাবি করে।
ইসরায়েলি হামলার আগে, তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একাধিকবার পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছিল।
-এমএমএস