images

আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তের ঘটনায় মোদির শোক, সহায়তার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই ২০২৫, ০৯:১৮ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে এ ঘটনায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি। 

সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেখানে মৃতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। নিহতদের পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

তিনি আরও বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালে একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা এবং মুহূর্তেই আগুন ধরে যায় বিমান ও ভবনে।

ভয়াবহ এই দুর্ঘটনার সবশেষ তথ্য অনুযায়ী ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আর আহত হয়েছেন ১৭১ জন। হতাহতদের বেশির ভাগই স্কুলের শিশু শিক্ষার্থী বলে জানা গেছে।
 

-এমএইচআর