images

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের অবিরত হামলায় প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার 

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই ২০২৫, ০৮:১৪ পিএম

গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ইসরায়েলের অবিরত নৃশংস ও বর্বর হামলায় মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে উপত্যকাজুড়ে ইসরায়েলের গণহত্যা শুরু পর মোট নিহতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সোমবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে গত ২৪ ঘন্টায় ১৩৪টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৯ জনে। এছাড়া গত একদিনে আহত হয়েছেন আরও ১ হাজার ১৫৫ জন, যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে।

এতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন, ইসরায়েলি হামলা অব্যাহত থাকার কারনে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। 

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গত ২৪ ঘন্টায় ত্রাণ নিতে গিয়ে ৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৫০ জনেরও বেশি আহত হয়েছে। 

গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, গত ২৬ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর এই ‘মৃত্যুর ফাঁদে’ এখন পর্যন্ত কমপক্ষে  ১ হাজার ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ হাজার ৫১১ জন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে প্রথমবারের মতো  স্থল অভিযান শুরু করেছে। শহরটির বাসিন্দা ও সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের যত দ্রুত সম্ভব ভূমধ্যসাগরীয় উপকূলের আল-মাওয়াসির দিকে সরে যেতে বলেছে দখলদাররা।

সূত্র: আলজাজিরা, আনাদোলু

-এমএইচআর