images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে তুলে দিল গাড়ি, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই ২০২৫, ১১:২০ এএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে পূর্ব হলিউডের সান্তা মনিকা বুলেভার্ড এলাকায় মানুষের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেন এক যুবক।

এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এবিসির।

ঘটনার পরপরই আহতদের উদ্ধারে নেমেছে আপৎকালীন বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনীও। 

তাদের তরফ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ২টায় নাগাদ পূর্ব হলিউডের সান্তা মনিকা বুলেভার্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। ১০ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই এলাকায় তখন একটি গানের অনুষ্ঠান চলছিল। এর ফলে এলাকায় ভালই ভিড় ছিল। সেই সময়ে হঠাৎই দ্রুত গতিতে আসা একটি গাড়ি ওই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

এক্স-এ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ফারনান্দো রামিরেজ (২৯ নামে) বেপরোয়া ওই চালককে পুলিশ আহত অবস্থায় আটক করে প্রথমে হাসপাতাল ও পরে চিকিৎসা শেষে কারাগারে পাঠিয়েছে।

এ দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি।

-এমএমএস