images

আন্তর্জাতিক

ভারতে হাসপাতালে ঢুকে ফিল্মি স্টাইলে গ্যাংস্টারকে হত্যা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রাজধানী পাটনার একটি হাসপাতালে ঢুকে ফিল্মি স্টাইলে এক গ্যাংস্টারকে গুলি করে হত্যা করেছে একদল বন্দুকধারী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হওয়ার পরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পাটনার পারাস হাসপাতালে এ ঘটনা ঘটে। 

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাসপাতালের করিডর দিয়ে সারি বেঁধে ২০৯ নম্বর কেবিনে ঢুকছেন ৫ জন শুটার। সারির একেবারে প্রথমে রয়েছেন সাদা শার্ট পরা একজন। প্রথমে একেবারে ফিল্মি কায়দায় কোমরের প্যান্টের ভেতর থেকে বন্দুক বের করতে দেখা যায় তাকে।

বন্দুক হাতে ওই ব্যক্তি প্রথমে ২০৯ নম্বর কেবিনে ঢোকে। তারপরে বাকি চারজন। তখন তাদের প্রত্যেকের হাতেই ছিল বন্দুক। তারপর ১ মিনিটেরও কম সময়ে অপারেশন শেষ করে ঘর থেকে ছুটে বেরিয়ে যায় ৪ জন। তবে শেষের জনকে বেরতে দেখা যায় যথেষ্ট সময় নিয়ে, হেলে দুলে বের হন ওই সাদা শার্ট পরা ব্যক্তি।

3
হাসপাতালের সিসিটিভি ফুটেজ

 

পুলিশ জানিয়েছে, হাসপাতালে যে ব্যক্তি খুন হয়েছেন, তার নাম চন্দন মিশ্রা। তিনি বক্সার জেলার বাসিন্দা। চন্দনের বিরুদ্ধে একাধিক খুনসহ বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। বর্তমানে সাজাও খাটছিল সে। তবে অসুস্থ থাকায় প্যারলে মুক্তি পেয়ে পারাস হাসপাতালে ভর্তি ছিলেন।

পুলিশের ধারণা, এই ভয়াবহ হামলার পেছনে প্রতিদ্বন্দ্বী একটি গ্যাং জড়িত।

এদিকে পাটনার সিনিয়র পুলিশ সুপার কার্তিকয় শর্মা জানিয়েছেন, এই কিলিং মিশনে অংশ নেওয়া একজনকে গ্রেফতার করা হয়েছে, তার নাম তৌসিফ। তিনি এই কিলিং মিশনের নেতৃত্ব দেওয়া সাদা শার্ট পরা ব্যক্তি। অন্য চার জনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। 

তিনি আরও জানান, হাসপাতালের নিরাপত্তারক্ষীরা এই ঘটনায় জড়িত কিনা তাও তদন্ত করছে পুলিশ।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে বিহারে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ব্যবসায়ী গোপাল খেমকা, বিজেপি নেতা সুরেন্দ্র কেওয়াত এবং আইনজীবী জিতেন্দ্র মাহাতো রয়েছেন। এই বছরের শেষের দিকে বিহারে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং নির্বাচন ঘিরে রাজ্যের বিরোধী দল আরজেডি এবং ক্ষমতায় থাকা জেডিইউ-বিজেপি জোটের মধ্যে বিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা।  

সূত্র: এনডিটিভি

এমএইচআর