images

আন্তর্জাতিক

পাকিস্তান সফরে যাচ্ছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২৫, ০৭:৩৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তানে সফরে করতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের দুটি সংবাদ টিভি চ্যানেল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই দাবি সত্যি হলে ২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশ- এর পর এটিই হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। 

দুটি নিউজ চ্যানেল আরও জানিয়েছে, ট্রাম্পের কর্মসূচি অনুযায়ী- ইসলামাবাদে পর সেখান থেকে তিনি ভারত সফরে যাবেন।

এদিকে রয়টার্স পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা ট্রাম্পের প্রত্যাশিত সফর সম্পর্কে তারা অবগত নন। দেশটির তথ্য মন্ত্রণালয়ও মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। 

2

ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এ বিষয়ে আমাদের ঘোষণা করার মতো কিছু নেই এবং একমাত্র হোয়াইট হাউসই প্রেসিডেন্টের সফরের সময়সূচী সম্পর্কে নিশ্চিত তথ্য প্রদান করতে পারে।’  

প্রসঙ্গত, গত মাসে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। অভূতপূর্ব এই বৈঠকের পরই মার্কিন-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি ঘটে এবং পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীতও করা হয়।

 

এমএইচআর