images

আন্তর্জাতিক

বাঙালিদের হয়রানি, প্রতিবাদে রাস্তায় নামলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ০৬:০৬ পিএম

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত দেশটির বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হয়রানির অভিযোগ তুলে এবার কলকাতার রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের আসার একদিন আগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করল তৃণমূল।   

বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বিক্ষোভ মিছিলটি মধ্য কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয়। বৃষ্টিতে ভিজেই এতে যোগ দেন মমতা। তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ কেন্দ্রীয় নেতারা।

মিছিল শেষে সমাবেশে মমতা বলেন, ‘মোদি সরকার এবং বিজেপির এই আচরণে আমরা অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত। কেন্দ্রীয় সরকার একটি নোটিফিকেশন জারি করেছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে, বাংলায় কথা বলে, তাকে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। বিজেপি কি দেশের জমিদারি পেয়ে গিয়েছে? যাকে ইচ্ছা জেলে পাঠিয়ে দিচ্ছে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, রোহিঙ্গা বলে দিচ্ছে। পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে আধার কার্ড, প্যান কার্ড রয়েছে। আমাদের ২২ লাখ বাংলার শ্রমিক-মজদুর আছে। তারা বাংলায় থাকলে অনেক ভালো থাকতে পারেন।’

বিজেপির উদ্দেশে মমতা বলেন, ‘আগামী দিন ভয়ঙ্কর। তোমরা নিজেরা থাকবে কি না ক্ষমতায়, আগে সেটা বিচার করো। তার পরে বাঙালিকে মারো।’

সম্প্রতি বাংলাদেশি সন্দেহে ৪৪৭ জন বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে আটক করেছিল ওড়িশা সরকার। তাদের মধ্যে থেকে অধিকাংশকই পশ্চিমবঙ্গের নাগরিক প্রমাণিত হওয়ায় ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়া পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার। 

তৃণমূলের অভিযোগ ছিল, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নাম করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করে বিজেপি শাসিত ওড়িশা সরকার। 

ওড়িশা সরকারকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘সতর্কবার্তা দিয়ে গেলাম। মারবও না, কাটবও না, আপনাদের মতো ভাষা বিকৃতও করব না। যে ভাষায় আপনারা কথা বলেন, সেই ভাষায় আমরা কথা বলি না। তাই পরিষ্কার বলি, যদি না থামেন, তবে আগামী দিনে আপনাদের থামতে কী করা দরকার, সেটা বুঝে নেবেন।’ 

ভারতের যেকোনো রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হলে সেখানে গিয়েই প্রতিবাদ হবে বলে হুঁশিয়ারি দেন মমতা।

এদিকে ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা আজই বাজিয়ে দেন মমতা। ‍তিনি বললেন, ‘বাংলা তো আমাদের দখলে থাকবে। পরে সবাইকে (ইন্ডিয়া জোট) সঙ্গে নিয়ে আমরা দিল্লিও দখল করব।’

সূত্র: আনন্দবাজার

এমএইচআর