আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম
সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দফতরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ এক বিবৃতি জানিয়েছে, দামেস্কে সিরিয়ার সামরিক সদর দফতরের একটি ড্রোন হামলা চালানো হয়েছে, এতে সদর দফতরের প্রবেশপথ বন্ধ হয়ে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দক্ষিণ সিরিয়ায় সুইদা শহরে দ্রুজ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সরকারি বাহিনীর কার্যকলাপ পর্যবেক্ষণ করছে আইডিএফ এবং রাজনৈতিক মহলের নির্দেশ অনুসারে এলাকায় আক্রমণ চালাচ্ছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।’
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি ড্রোনগুলো শহরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক লোক হতাহত হয়েছে।
এদিকে মঙ্গলবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে সশস্ত্র দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন উপজাতি যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা সত্ত্বেও বুধবার দ্রুজ গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই হামলার চালায় ইসরায়েলি বাহিনী।
এরআগে মঙ্গলবার (১৫ জুলাই) শহরটিতে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকটি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়।
মূলত, গত রোববার দেশটির রাজধানী দামেস্কের একটি সড়কে দ্রুজ গোষ্ঠীর এক সবজি বিক্রেতা অপহরণের শিকার হন। এর পরপরই সেখানে পাল্টা অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে অপহৃতদের মুক্তি দেওয়া হলেও সোমবার সুইদা শহরের বাইরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষ ঠেকাতে শহরটিতে প্রবেশের চেষ্টা করে সিরিয়ার সরকারি বাহিনী। তারা ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসেন। তবে সিরিয়ার সরকারি বাহিনীকে শহরটিতে প্রবেশ করার পর তাদের ওপর হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তারা সিরিয়ায় দ্রুজদের রক্ষায় সিরিয়ার বাহিনীকে আক্রমণ করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা
এমএইচআর