images

আন্তর্জাতিক

‘আগামী সপ্তাহের মধ্যেই’ গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম

গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন— হামাস ও ইসরায়েলের মধ্যে শিগগিরই একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তিনি আশাবাদী যে গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতি চুক্তি আগামী সপ্তাহের মধ্যেই সম্ভব’। খবর আনাদোলুর। 

রোববার (১৩ জুলাই) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাম্প। 

তিনি বলেন, ‘গাজা নিয়ে আমরা আলোচনা করছি, আশা করি আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি সমাধান হবে।’

এর আগে গত সপ্তাহে ট্রাম্প  জানিয়েছিলেন, ইসরায়েল একটি ৬০ দিনের যুদ্ধবিরতি মেনে নিয়েছে, যা কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাসের কাছে উপস্থাপন করা হয়। হামাস ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে, তারা যুদ্ধবিরতি কার্যকর ও বন্দি বিনিময়ের আলোচনায় আগ্রহী।

যদিও ইসরায়েল দাবি করে, হামাসের দেওয়া কিছু সংশোধন ‘অগ্রহণযোগ্য’, তবুও ইসরায়েলি প্রতিনিধি দল দোহায় আলোচনায় অংশ নিতে গেছে। দোহায় চলমান আলোচনায় মূলত ৬০ দিনের সাময়িক যুদ্ধবিরতি, জীবিত ১০ জন এবং মৃত ১৮ জন ইসরায়েলি বন্দির মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে ভবিষ্যৎ সংলাপ নিয়েই আলোচনা চলছে। 

আলোচনায় অনেকগুলো বিষয় সমাধান হয়েছে বলে জানা গেছে, তবে মূল সমস্যা হলো- গাজার চারপাশে ইসরায়েলি ‘বাফার জোন’ নিয়ন্ত্রণে রাখার বিষয়ে অনড় অবস্থান রয়েছে ইসরায়েল। যার ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল রাফাহ শহরে সেনা অবস্থান বজায় রাখবে এবং ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর উদ্দেশ্যে সেখানে একটি ‘সংগ্রহ শিবির’ গড়ে তোলার পরিকল্পনা করেছে। 

 

-এমএইচআর