images

আন্তর্জাতিক

ইসরায়েলের সমালোচনাকারী জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতনের বিষয়ে প্রতিবেদন প্রকাশের জেরে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোটার ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 

বুধবার (০৯ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানিজ ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন’।

ফ্রানচেস্কা আলবানিজ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তিনি অন্যতম কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ইসরায়েল ও তার মিত্ররা বহু বছর ধরেই আলবানিজকে এই পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছে।

এদিকে এই নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন আলবানিজ। তিনি বলেন, তিনি এখন তার কাজ নিয়ে ব্যস্ত আছেন।  

আল জাজিরাকে পাঠানো এক টেক্সট বার্তায় আলবানিজ লেখেন, ‘মাফিয়া-স্টাইল ভয়ভীতির কৌশল নিয়ে কোনো মন্তব্য নেই। ব্যস্ত আছি রাষ্ট্রগুলোকে তাদের দায়িত্ব মনে করিয়ে দিতে— গণহত্যা থামাও, শাস্তি দাও এবং যারা এসব কর্মকাণ্ড থেকে লাভবান হচ্ছে, তাদেরও জবাবদিহির আওতায় আনো।’

এরআগে গত ২ জুলাই গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে সহায়তাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছেন ফ্রান্সেসকা আলবানিজ। 

‘দখলদারিত্বের অর্থনীতি থেকে গণহত্যার অর্থনীতি’ র্শীষক প্রতিবেদনে ফ্রান্সেসকা ৪৮টি কর্পোরেট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট, গুগলের মূল কোম্পানি আলফাবেট এবং ই-কর্মাস জায়ান্ট অ্যামাজন। এছাড়া তদন্তের অংশ হিসাবে আরও ১ হাজারেরও বেশি কোম্পনির একটি ডাটাবেসও তৈরি করা হয়েছে। 

এই কোম্পানিগুলো শুধুমাত্র এখন আর ফিলিস্তিনে দখলদারিত্বেই জড়িত না, এগুলো গাজায় গণহত্যাতে জড়িয়ে পড়েছে। এসব কোম্পানি সহযোগিতা করছে বলেই ইসরায়েল এখনো গণহত্যা চালিয়ে যেতে পারছে এবং এতে তারা ব্যাপক লাভবানও হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোটার ফ্রান্সেসকা।

সূত্র: আলজাজিরা

-এমএইচআর