images

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম

মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে ফের উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। 

মঙ্গলবার (৮ জুলাই) আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁর বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যাওয়া এবং খিলক্ষেতের অননুমোদিত হিন্দু মণ্ডপ উচ্ছেদের বিষয়ে কিছু প্রশ্ন তোলেন উপস্থিত এক সাংবাদিক। তবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এ দুটি প্রশ্নের একটিরও উত্তর দেননি। 

মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, ব্রিফিংয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘সম্প্রতি কোয়াড জোটের বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার সব অধিকার ভারতের আছে। তিনি আশা প্রকাশ করেন কোয়াডের সদস্যরা এটি বুঝবে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। এ বিষয়টি বিবেচনা করে, সঙ্গে গত সপ্তাহে ঢাকা বিমানবন্দরে, গত বছর সরকার বিরোধী আন্দোলনে ব্যবহৃত গোলাবারুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের লাগেজে পাওয়া গেছে এবং গত সপ্তাহে বুলডোজার দিয়ে হিন্দু দুর্গা মন্দির ভাঙ্গা ও এক হিন্দু নাপিতকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল— এসব বিষয়ে নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?’

ওই সাংবাদিকের উত্থাপিত কোনো অভিযোগের উত্তর না দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ট্যামি ব্রুস বলেন, ‘আমি জানি ভারত ও বাংলাদেশের মধ্যে জটিল ইস্যু রয়েছে। আরও তথ্যের জন্য আমি আপনাকে স্টেটডটগভ-এ চেক করার জন্য বলব। সেখানে প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিওর কোয়াড বৈঠক নিয়ে অনেক তথ্য ও যৌথ বিবৃতি রয়েছে। ওই বৈঠক সম্পর্কে আপনাকে আমরা এটাই জানাতে পারব।’

যুক্তরাষ্ট্র কেবল নিজেদের অবস্থান নিয়ে কথা বলবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র, ভারত বা অন্য কোনো দেশ নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর মতামত বর্ণনা করব না। কারণ এটি কূটনৈতিক বিষয়। আমি আরও তথ্যের জন্য আপনাকে যৌথ বিবৃতি দেখতে বলব।’

-এমএইচআর