images

আন্তর্জাতিক

আমেরিকায় গিয়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪ ভারতীয়র 

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুলাই ২০২৫, ১২:৩৪ পিএম

ছুটি কাটাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন হায়দরাবাদের যুবক। 

সেখানেই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল চার জনের। সোমবার আমেরিকার ডালাসে ঘটনাটি ঘটেছে। খবর পাঠানো হয়েছে নিহতদের পরিজনদের।

জানা গিয়েছে, নিহত দম্পতির নাম শ্রীভেঙ্কট এবং তেজস্বিনী। হায়দরাবাদের বাসিন্দা ওই দম্পতি দুই সন্তানকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। 

গত সপ্তাহে আমেরিকানিবাসী আত্মীয়দের সঙ্গে দেখা করতে গাড়ি চালিয়ে আটলান্টায় গিয়েছিল ওই পরিবার। সোমবারই ডালাসে ফিরছিলেন তারা। সে সময় দুর্ঘটনাটি ঘটে।

গ্রিন কাউন্টির কাছে রাস্তার ভুল দিক দিয়ে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে মুখোমুখি তাদের গাড়িতে ধাক্কা মারে। 

সংঘর্ষের ফলে মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়। দুমড়েমুচড়ে যাওয়া জ্বলন্ত গাড়ির ভিতরে আটকে পড়ে চার সদস্যের পরিবার। সেখানে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় দুই শিশুসহ চার জনের।

ওই পরিবারের গাড়িটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। নিহতদের দেহ এতই পুড়ে গিয়েছে যে, চেনার উপায় নেই। সেই দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

খবর দেওয়া হয়েছে নিহতের স্বজনদেরও। নিহতদের শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা পরীক্ষার পর পরিজনদের হাতে দেহাংশ তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ডালাসের কাছে টেক্সাসে সড়ক দুর্ঘটনায় এভাবেই মৃত্যু হয়েছিল চার ভারতীয়ের। 

একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে এসে তাদের এসইউভি গাড়িকে ধাক্কা দিয়েছিল, যার ফলে গাড়িতে আগুন ধরে যায়। 

ওই ঘটনায় মৃত্যু হয়েছিল আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা এবং দর্শিনী বাসুদেবনের। সেই ঘটনার পর বছর ঘুরতে না ঘুরতেই ফের একই ধরনের দুর্ঘটনা ঘটল ডালাসে।

-এমএমএস