images

আন্তর্জাতিক

সবাই তেলের দাম কম রাখুন, আমি নজর রাখছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২৫, ০৯:৫২ পিএম

তেলের দাম যেন বেড়ে না যায়, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পর বিশ্ববাজারে দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘সবাই তেলের দাম কম রাখুন, আমি নজর রাখছি! শত্রুর ফাঁদে পা দিও না, এটা করো না।’

এরপর আরেকটি পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগকে উদ্দেশ করে লিখেছেন, ‘ড্রিল করো, বেবি, ড্রিল। আমি বলছি—এখনই!’

জবাবে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লেখেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি!’

তবে জ্বালানি বিভাগ ঠিক কীভাবে তেল ও গ্যাস উত্তোলন বাড়াতে পারে, তা স্পষ্ট নয়। বাইডেন প্রশাসনের সময়েই যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, আর ট্রাম্প চান সেটিকে আরও উপরে নিতে।

জ্বালানি বিভাগের পক্ষ থেকে রাইটের মন্তব্য নিয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোমবার, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ওঠানামা করে। এক পর্যায়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর তা আবার ১ শতাংশের বেশি কমে গিয়ে প্রতি ব্যারেল দাঁড়ায় ৭৬.১০ ডলার। এর পেছনে কারণ ছিল— যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালালেও মধ্যপ্রাচ্য থেকে ট্যাংকারে তেল ও গ্যাস পরিবহন অব্যাহত ছিল।

প্রয়োজনে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) বিশ্বের সবচেয়ে বড় জরুরি অপরিশোধিত তেল মজুতাগার থেকে তেল উত্তোলন করা যেতে পারে। তবে ট্রাম্প প্রশাসন আগেই ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বাইডেনের এসপিআর ব্যবহারের সমালোচনা করেছিল।

এমএইচটি