images

আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলি হামলায় ১১ দিনে নিহত ৫০০

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২৫, ০৭:১০ পিএম

গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে প্রায় ৫০০ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তবে ইরানের একটি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ নিহত মানুষের সংখ্যা এর প্রায় দ্বিগুণ বলে মনে করে।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, ১৩ জুন ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করার পর থেকে কমপক্ষে ১৩ শিশু নিহত হয়েছে, যার মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র দুই মাস।

তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায় ৪৪ জন নারীও নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গর্ভবতী ছিলেন।

কেরমানপুরের আপডেটে মোট মৃতের সংখ্যা জানানো হয়নি, তবে গত শনিবার একটি পোস্টে তিনি বলেছিলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং কমপক্ষে ৩ হাজার ৫৬ জন আহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হয়েছে।

সূত্র: আলজাজিরা, বিবিসি

এমএইচআর