images

আন্তর্জাতিক

কাতারের দোহায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২৫, ১০:১১ এএম

কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে বিশাল অগ্নিশিখা দেখা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আলজাজিরা। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরানে এমন আশঙ্কায় আগেই কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সাময়িকভাবে নিজেদের দেশের আকাশসীমায় সবধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে বলা হয়েছে, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এটি করা হয়েছে।