images

আন্তর্জাতিক

৪৭০টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

ইসরায়েলি হামলায় আরও একজন ইরানি পরমাণু বিজ্ঞানী মারা গেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ফলে সরকারিভাবে পরমাণু বিজ্ঞানী মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদিনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ইসার তাবাতাবেই ঘোমশেহ নামের ওই বিজ্ঞানীর মৃত্যুর খবর প্রথমে তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে ঘোষণা করা হয়েছিল, যেখানে তিনি একজন সাবেক ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে বলা হয়েছে, তাকে ‘গত সপ্তাহের শেষের দিকে’ তার স্ত্রী মানসুরেহ হাজিসালেমের সঙ্গে তার বাড়িতে হত্যা করা হয়েছে।

এর আগে, আরও নয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইরান।