images

আন্তর্জাতিক

ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন ২০২৫, ০২:৫০ পিএম

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে ইরানের এক শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের কুমে হামলার লক্ষ্য ছিল মুহাম্মদ সাঈদ ইয়াজিদি, যিনি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের বিদেশি শাখার ফিলিস্তিনি শাখার কমান্ডার।

কাৎজ বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন এই সাঈদ ইজাদি।

আরও পড়ুন
‘গর্তে’ ইসরায়েলের জনগণ, করছে উন্মাদ আচরণ!

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনীর একটি বড় অর্জন। নিহত ও জিম্মিদের ন্যায়বিচার দেওয়া গিয়েছে। ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রু পর্যন্ত পৌঁছে যাবে।’

ইজাদি ছিলেন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের সদস্য। এই ফোর্স ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোর বাহিনীর একটি শাখা, যেটি বিদেশে অভিযান পরিচালনা করে, বিশেষ করে ইরানের মিত্রদের সহায়তা দেয়।

এদিকে, ইজাদির মৃত্যুর বিষয়টি এখনো ইরানের কোনো বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এমএইচটি