আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম
ইরানের রাজধানী তেহরানের আরও একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২০ জুন) হাসপাতালে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এক বিবৃতিতে বলেন, ‘শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে তেহরানের আরেকটি হাসপাতাল ইহুদিবাদী শাসকগোষ্ঠীর রকেট হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।এ নিয়ে তৃতীয় হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রও নির্মমভাবে ইহুদিবাদী শত্রুদের আক্রমণের শিকার হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত এক সপ্তাহে ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনে আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘনের ছয়টিরও বেশি ঘটনা ঘটেছে।‘
এদিকে ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, গত রাতে তেহরানে পাঁচটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ইসরায়েলি হামলায় হাসপাতাল ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন হাসপাতালের রোগীরাও।
কোলিভান্দ বলেন, ‘বিস্ফোরণের ধোঁয়ায় রোগীদের শ্বাসকষ্টের সমস্যাও তৈরি করেছে।’
হাসপাতালে ইসরায়েলি হামলার প্রভাব এবং এর প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে বলেও জানান তিনি।
সূত্র: আনাদোলু, বিবিসি
এমএইচআর