images

আন্তর্জাতিক

ইরানের হামলায় নিহতের সংখ্যা গোপন করছে ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন ২০২৫, ১১:৪৭ এএম

ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটলেও তা ইচ্ছাকৃতভাবে গোপন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তেহরান।

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানায়, ইরানের হামলায় ইসরায়েলের বহু মানুষ হতাহত হয়েছে এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এসব তথ্য গোপন রাখতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সরকারি দফতর ও গোয়েন্দা সংস্থাগুলো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ গোপন রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছবি বা তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে।

তাসনিমের দাবি, আল-কুদস (জেরুজালেম), তেল আবিবসহ বেশ কয়েকটি দখলকৃত শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে বহু ভবন ও অবকাঠামো ধ্বংস হয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১,৮০০ ইসরায়েলি আহত হয়েছেন। যদিও নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি, আঞ্চলিক কিছু সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, নিহতের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে যেতে পারে।

তাসনিম আরও দাবি করে, ইরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এমনকি কিছু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিজের ভূখণ্ডেই ভেঙে পড়েছে, যেগুলোর কারণে শহরগুলোতে বাড়তি ক্ষয়ক্ষতি হয়েছে।

এইউ