images

আন্তর্জাতিক

ইসরায়েলের হার্মিস ড্রোন ভূপাতিত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম

ইসায়েলের একটি উন্নত হার্মিস ড্রোন ভূপাতিত করেছে করেছে ইরানি সেনাবাহিনী। নজরদারির জন্য ব্যবহৃত বিধ্বস্ত ড্রোনটির ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘন্টায় ২৮টি অনুপ্রবেশকারী আকাশ যান শনাক্ত করে গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে বুধবার (১৮ জুন) সকালে ইসপাহানে একটি ইসরায়েলি হার্মিস ড্রোন ভূপাতিত করা হয়েছিল।

ইসরায়েলি গোয়েন্দা ড্রোনটি ইরানের সংবেদনশীল স্থানের তথ্য সংগ্রহের চেষ্টা করছিল, ঠিক তখনই দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এটি শনাক্ত করে এবং একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করে।

এদিকে ইসরায়েলি বাহিনী তাদের হার্মিস ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি রিমোট নিয়ন্ত্রিত হার্মিস ৯০০ কোচাভ ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় ‘কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তথ্য ফাঁস হওয়ার কোনো ঝুঁকি নেই’। 

প্রসঙ্গত, ইসরায়েলি সরকারের সামরিক প্রযুক্তি কোম্পানি এলবিট সিস্টেমসের নির্মিত হার্মিস ৯০০ কোচাভ একটি দূরপাল্লার ড্রোন, যা তথ্য সংগ্রহ এবং নজরদারির মতো কৌশলগত মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। বিশাল ড্রোনটির মূল্য প্রায় ১০ মিলিয়ন ডলার।

এমএইচআর