আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ০৭:২৮ পিএম
ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যু্দ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান তিনি।
সোমবার (১৬ জুন) কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলন থেকে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘সত্যিকার সমাপ্তি’ মানে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ত্যাগ’ করা।
পরে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনো ইরানের সঙ্গে যোগাযোগ করেননি।
আরও পড়ুন
ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ‘তারা (ইরান) যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সাথে যোগাযোগ করতে হয়। তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত, যা অনেক প্রাণ রক্ষা করবে’।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়ের ও ইরানের পালটাপালটি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে উভয় দেশেরই ব্যপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে।
সূত্র: বিবিসি
এমএইচআর