images

আন্তর্জাতিক

ইসরায়েলকে লক্ষ্য করে ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন ২০২৫, ০৭:৩৩ এএম

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেল আবিব ও হাইফা শহরকে টার্গেট করে সোমবার (১৬ জুন) রাতে এই পাল্টা হামলা শুরু করে ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় জানানো হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিস-৩’-এর নবম ধাপ শুরু করেছে। এই হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসঙ্গে ব্যবহার করা হচ্ছে এবং তা মঙ্গলবার ভোর পর্যন্ত চলতে পারে।

আইআরজিসির একজন মুখপাত্র জানান, আমরা ইহুদিবাদীদের শান্তিতে থাকতে দেব না।

এর আগে, সোমবার সন্ধ্যায় ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেহরানের পাশের একটি সামরিক ঘাঁটি, কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল এবং ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন। এসব স্থাপনা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে ইসরায়েল।

বিশেষ করে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি-তে হামলার পরপরই ইরান সরাসরি জবাব দেয় ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, ওই সময় ইরান থেকে ছোড়া ১০টি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। যদিও ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ উত্তর ইসরায়েলের কিছু এলাকায় পড়ে।

সর্বশেষ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ইরান সতর্কবার্তা দিয়েছিল। তারা জানায়, ইসরায়েলের দুইটি টেলিভিশন চ্যানেল— এ১২ এবং এন১৪—এর স্টাফদের যেন দ্রুত ভবন খালি করতে বলা হয়। ইরানের দাবি, তাদের রাষ্ট্রীয় সম্প্রচার ভবনে ইসরায়েলের হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েল ও ইরান সরাসরি একে অপরকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। চারদিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দুই দেশই এখন পরস্পরের সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালাচ্ছে। সূত্র: আল জাজিরা

এইউ