images

আন্তর্জাতিক

তেহরান বিমানবন্দরে দুটি এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন ২০২৫, ০৪:১৭ এএম

তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এক হামলায় তারা ইরানের দুটি এফ-১৪ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করেছে। সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফরিন এ তথ্য জানান।

এই দুটি মার্কিন-উৎপাদিত এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান ইরানকে সরবরাহ করা হয়েছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে। এগুলো বিশ্বের শেষ সক্রিয় এফ-১৪ হিসেবে পরিচিত ছিল।

আইডিএফ হামলার ভিডিওচিত্র প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে— একটি ড্রোন হামলার মাধ্যমে যুদ্ধবিমান দুটি ধ্বংস করা হয়।

এছাড়াও, আইডিএফ আরও কয়েকটি হামলার ফুটেজ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে— এমন একটি অভিযান, যেখানে ইরানি সেনারা ইসরায়েলের দিকে ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল। একটি স্টোরেজ কন্টেইনারে হামলা, যেখানে ইরানি ড্রোন রাখা ছিল। তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র (ইরান ব্রডকাস্টিং কর্পোরেশন) ভবনে হামলা চালানোর দৃশ্য।

এই অভিযানের মধ্য দিয়ে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, তারা ইরানের সামরিক অবকাঠামো এবং সাইবার ও প্রচারযন্ত্রের ক্ষেত্রেও সরাসরি আঘাত হানছে।

এফএ