images

আন্তর্জাতিক

ইসরায়েল বিজয় অর্জনের পথে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন ২০২৫, ০৮:৪৫ পিএম

ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (১৬ জুন) ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে একথা বলেন তিনি। এক প্রতিবদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

এর আগে, তেহরানের আকাশ ‘পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন’ করার দাবি করেন ইসরায়েলের সামরিক বাহিনী কর্মকর্তারা। সেইসঙ্গে ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের এক তৃতীয়াংশ ধ্বংস করে দেওয়ারও দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সেই দাবিই পুনর্ব্যক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের দু'টি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি: পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা।’

ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে ইরান হামলার লক্ষ্যবস্তেুতে পরিণত করেছে বলে অভিযোগ করেন নেতানিয়াহু। 

তিনি বলেন, ‘আমরা আগে তেহরানের নাগরিকদের সরে যাওযার জন্য সতর্ক করি এবং পরবর্তীতে পদক্ষেপ নেই।’

বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের ধন্যবাদ। সৃষ্টিকর্তার সাহায্যে আমরা পদক্ষেপ গ্রহণ করবো এবং সফল হবো। বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা (যুদ্ধ) চালিয়ে যাবো।’

 

-এমএইচআর