images

আন্তর্জাতিক

ইহুদিবাদীদের ইসরায়েল ছাড়তে হুঁশিয়ারি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন ২০২৫, ০৮:২০ এএম

ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র ইহুদিবাদী ইসরায়েলি নাগরিকদের দেশ ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন, এ অঞ্চলের কোনো অংশই তাদের জন্য নিরাপদ থাকবে না।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ হয়, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের কমিউনিকেশন সেন্টারের মুখপাত্র কর্নেল রেজা সায়্যাদ বলেন, “ইরানের সাহসী যোদ্ধাদের বিধ্বংসী প্রতিক্রিয়া দখলকৃত ভূখণ্ডের প্রতিটি কোণে বিস্তৃত হবে। যারা এখনো সেখানে অবস্থান করছে, তাদের অবশ্যই সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং দ্রুত সরে যেতে হবে।”

ইরানের এই সেনা কর্মকর্তা দখলকৃত ভূখণ্ডের বাসিন্দাদের উদ্দেশে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন, যা তিনি জায়নিস্ট শাসনের চলমান আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন।

তিনি আরও জানান, জায়নিস্ট বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারকে তিনি আখ্যা দেন “দুর্নীতিগ্রস্ত, হতাশাগ্রস্ত ও অপরাধী শাসনব্যবস্থা” হিসেবে, এবং বলেন—এই ভুল পদক্ষেপ তাদের জন্য চরম মূল্য নিয়ে আসবে।

ইসরায়েলের গোপন ঘাঁটি ও বিজ্ঞানীদের তথ্য ইরানের হাতে

ইরানি মুখপাত্র দাবি করেন, গত কয়েক রাত ধরে ইরান সফলভাবে ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা কেন্দ্র, সিদ্ধান্ত গ্রহণের স্থান এবং শীর্ষ সামরিক বিজ্ঞানীদের বাসভবনেও হামলা চালিয়েছে।

তিনি বলেন, “আমরা দখলকৃত ভূখণ্ডে থাকা প্রতিটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার পূর্ণাঙ্গ তথ্যভান্ডার সংগ্রহ করেছি। প্রয়োজনে যেকোনো মুহূর্তে সেখানে হামলা চালানো সম্ভব।”

মানবঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা ও ভবিষ্যতের সতর্কবার্তা

কর্নেল সায়্যাদ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেন, “জায়নিস্ট সরকার আপনাদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে। তাই সংবেদনশীল স্থাপনার কাছে অবস্থান করা বা চলাচল করা থেকে বিরত থাকুন। এমনকি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রও আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।”

তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের ও পরিবারের স্বার্থে দখলকৃত ভূখণ্ডের সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করেছেন। তার অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি হবে চরম পরাজয় এবং অনুশোচনা।

ইসরায়েলি হামলার প্রতিশোধে ইরানের পাল্টা আঘাত

১৩ জুন ভোররাতে ইসরায়েলি বাহিনী তেহরানের কয়েকটি আবাসিক এলাকা, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এতে নিহত হন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, ছয়জন পারমাণবিক বিজ্ঞানী ও বহু সাধারণ নাগরিক।

এই বর্বর হামলার জবাবে, ইরান একাধিক পর্যায়ে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান এই সংঘাত পরিণত হতে পারে বৃহত্তর যুদ্ধের দিকে, যা গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইএ