images

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় আরও তিন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন ২০২৫, ০৬:৪৫ পিএম

ইরানে ইসরায়েলের হামলায় দেশটির আরও তিন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এ নিয়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের পরমাণু বিজ্ঞানীর সংখ্যা ৯ জনে দাড়িয়েছে। খবর আনাদোলুর। 

শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন করে ইসরায়েলি হামলায় নিহত পরমাণু বিজ্ঞানীরা হলেন- আলি বাকি করিমি, মনসুর আসগারি এবং সাঈদ বোরজি। 

এরআগে, গতকাল শুক্রবারের হামলায় ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। যাদের নাম-আব্দুলহামিদ মিনুচেহর, আহমদ রেজা জোলফাকারি, সৈয়দ আমির হোসেন ফেকহি, মাতলাবিজাদেহ, মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি। এর মধ্যে ফেকহি তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া নিহত মোহাম্মদ মাহদি তেহরানচি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, শুক্রবার ভোরের দিকে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় সামরিক ও পারমাণবিক অবকাঠামোর ওপর হামলা চালায় দখলদার ইসরায়েল। এরমধ্যে তেহরানের বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করা হয়। এতে অনেক সাধারণ নাগরিক প্রাণ হারান এবং দেশটির উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তারা নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান হোসেইন বাকেরি, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতামু আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদ উল্লেখযোগ্য।

-এমএইচআর