images

আন্তর্জাতিক

হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরান-ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন ২০২৫, ০৩:১৭ পিএম

ইসরায়েলি বিমানবাহিনী শুক্রবার (১৩ জুন) ভোর থেকে দুই দফায় ইরানের ওপর হামলা চালায়। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক নেতৃত্বকে অকার্যকর করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করা এবং নাতাঞ্জ ও ফোরদোর মতো পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতিসাধন করা। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। আর এই হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দুই দেশই।

শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।

টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলেছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী।

তাদের উদ্দেশ্য, ইসরায়েলের জন্য সবরকম হুমকি নির্মূল করা।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স।

iran-israel1
ছবি: রয়টার্স।

এতে বলা হয়েছে, শুক্রবার রাতে ইরানের ওপর ইসরায়েলি হামলার জবাব শেষ হয়নি। বরং, ইসরায়েলের বিরুদ্ধেও ইরানি হামলা ‘চলবে’।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ফার্স।

ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে ওই কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে।

এর আগে, গত শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথমে হামলা চালায়।

ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

এমএইচটি