images

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন ২০২৫, ০১:৪৭ পিএম

ইসরালেলের রাজধানী তেলআবিব ও দখলকৃত প্রাচীন নগরী জেরুজালেমে শুক্রবার সন্ধ্যা থেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান, যা ধাপে ধাপে শনিবার ভোর পর্যন্ত চলে।

এতে কমপক্ষে ৩ জন নিহত এবং দেড় শতাধিক ইসরায়েলি আহত হয়েছে বলে স্বীকার করেছে তেলআবিব। খবর জেরুজালেম পোস্টের।
 
মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বশির ব্যবহার করে হামলার পর তেলআবিবে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তেলআবিব ও রামাতগানে এলাকায় অনেকে বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে আছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার ভোরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী মারা গেছেন এবং ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি আবাসিক এলাকায় সরাসরি আঘাতের ফলে আরও দুজন নিহত হয়েছেন।

ইসরায়েলি হাসপাতাল থেকে দেওয়া সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মোট ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের বেশিরভাগকে শেবা, ইচিলভ, বেইলিনসন, উলফসন, কাপলান এবং শামির হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কমপক্ষে ২৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

j_jalem

বেইলিনসন হাসপাতালে ১৮ জন আহতকে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজন মাঝারি এবং ১৭ জন হালকা আঘাত পেয়েছেন। কাপলান হাসপাতালে নয়জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হোলনের উলফসন মেডিকেল সেন্টারে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুজন মাঝারি এবং ১৭ জন সামান্য আহত পেয়েছেন। 

তেলআবিব সৌরাস্কি মেডিকেল সেন্টারে ৫২ জন আহতকে ভর্তি করা হয়েছে। শামির মেডিকেল সেন্টারে আরও ছয়জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।তেল হাশোমেরের শেবা মেডিকেল সেন্টারে ৫১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুরুতর আহত।

ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুশ দান এলাকায় ১০২ জরুরি হটলাইনে অসংখ্য কল এসেছে।

হামলার কারণে আগুন লাগার খবর পাওয়ার পর দুটি প্রধান এলাকায়, একটি তেলআবিব এবং আরেকটি রামাতগানে অগ্নিনির্বাপণ দল পাঠানো হয়েছে।

বিবৃতি অনুসারে, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আটকা পড়া মানুষদের নিয়ে উদ্বেগ রয়েছে। রামাতগান এলাকায় কাঠামোগত ক্ষতির পাশাপাশি মানুষ আটকা পড়েছে।

ইসরায়েল বলছে, শুক্রবার সন্ধ্যা থেকে ইরান ইসরায়েলের দিকে ১৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

-এমএমএস