images

আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে এক মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন ২০২৫, ০১:২৩ পিএম

নিজেদের আকাশসীমায় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ জর্ডান। 

ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে। আল-জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল জর্ডান ও ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে ইরান শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। ইসরায়েলি ও জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ড্রোনগুলোকে মাঝপথে বাধা দেওয়ার কথা জানিয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) রাতে তাদের হামলার পর শুক্রবার সকালে ইরান ড্রোন হামলা শুরু করে। তারা সেগুলোকে প্রতিহত করছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার ওপর দিয়ে আসা ড্রোনগুলোকে প্রতিহত করা শুরু করেছে। 

অন্যদিকে দেশটির চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী সৌদি আরবের ওপর দিয়ে আসা ড্রোনগুলোও প্রতিহত করতে কাজ করছে।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার সকালে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। 

প্রসঙ্গত, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শনিবার সকাল থেকে গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১৫০টিরও বেশি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।

-এমএমএস