images

আন্তর্জাতিক

ইসরায়েলের একাধিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন ২০২৫, ০৫:১৬ এএম

 ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) রাতে এই হামলা চালানো হয়।

এর আগে শুক্রবার রাতে দুই দফায় মিসাইল ছোড়ে তারা। এরপর মধ্যরাতে আরেক দফা মিসাইল হামলা চালায় তেহরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জরুরি সেবার বরাতে জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় ছোড়া মিসাইল মধ্য ইসরায়েলের একাধিক ভবনে সরাসরি আঘাত হেনেছে।

অপর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, মধ্য ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যারমধ্যে একটি ইরানি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে।

এই হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তেল আবিবের বেশ কিছু ভবন ধসে পড়তে দেখা গেছে।

জেবি