আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ০৭:৪৪ পিএম
ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালালে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের দাম বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫.২৫ ডলার বা প্রায় ৭.৬ শতাংশ বেড়ে ৭৪.৬১ ডলারে উঠেছে, যা চলতি বছরের ২৭ জানুয়ারির পর সর্বোচ্চ।
এছাড়া ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৫.৫৭ ডলার বা ৮.২ শতাংশ বেড়ে ৭৩.৬১ উঠেছে, যা গত ২১ জানুয়ারির পর থেকে সর্বোচ্চ।
উল্লেখ্য, শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় পারমাণবিক ও সামরিক স্থাপনাসহ ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার এবং কমপক্ষে ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন। জবাবে ইসরায়েলের দিকে প্রায় ১০০টি ড্রোন ছোঁড়ে তেহরান। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, ইসরায়েলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
এদিকে ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, ইসরায়েলের হামলায় দেশটির কোনো তেল পরিশোধন স্থাপনা ও সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়নি এবং তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
জ্বালানি বিশ্লেষক ওলে হভালবি বলেন, প্রাথমিক উদ্বেগ ছিল ইরান-ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালীর ওপর প্রভাব ফেলবে কিনা। তবে এখন পর্যন্ত এটি প্রভাবিত হয়নি। সুতরাং এই অঞ্চলে তেল প্রবাহের ওপরও কোনও প্রভাব পড়েনি।
এমএইচআর/এফএ