images

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইরানের সেনাপ্রধান হোসেইন বাকেরি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন ২০২৫, ১০:৪৮ এএম

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইসরায়েল এই হামলা চালায়। 

হামলায় তেহরানের একাধিক আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও ঘটেছে। ইরান সরকার এই হামলাকে একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবে অভিহিত করেছে।

হামলায় আরও নিহত হয়েছেন ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রাশিদ, এবং ইরানের দুই বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরাঞ্চি ও ফারিদুন আব্বাসি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেই এক বিবৃতিতে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই অপরাধের মাধ্যমে ইসরায়েল নিজ হাতে নিজের জন্য এক করুণ ও মর্মান্তিক পরিণতির ব্যবস্থা করে নিয়েছে, যা তারা অবশ্যই দেখতে পাবে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এইউ