images

আন্তর্জাতিক

ইসরায়েলের পারমাণবিক গোপন নথি ইরানের হাতে

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন ২০২৫, ১০:০১ এএম

ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও প্রতিরক্ষা পরিকল্পনা সংবলিত কয়েক হাজার গোপন নথি সংগ্রহ করেছে ইরান।

বার্তাসংস্থা এএফপি ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শনিবার (৭ জুন) জানিয়েছে, ইরানি সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের বিপুল, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোপন নথি হাতে পেয়েছে।

ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদানে এ খবর বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। 

তবে দখলদারদের কোন কোন গোপন নথি ইরানি গোয়েন্দারা পেয়েছেন তার বিস্তারিত কিছু জানায়নি তারা।

তবে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে এসবের মধ্যে কয়েক হাজার নথি রয়েছে যেগুলো দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত।

তাসনিম নিউজ জানিয়েছে, একটি গোপন অভিযান চালিয়ে এসব নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছেন ইরানি গোয়েন্দারা। যারমধ্যে অসংখ্য ছবি ও ভিডিও-ও আছে।

এসব নথি-ছবি-ভিডিও হাতে পাওয়ার পর ইরানি গোয়েন্দারা সেগুলো নিরাপত্তার সঙ্গে ইরানে পাঠান। এরপর এগুলো চুলচেড়া বিশ্লেষণ করা হয়েছে।

-এমএমএস