images

আন্তর্জাতিক

রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি: সবার দৃষ্টি ইস্তাম্বুলে

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুন ২০২৫, ০৬:১৫ পিএম

তুরস্কের মধ্যস্থতায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময় বিকাল ৪টায় অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও এখন পর্যন্ত বৈঠকের কোনো তথ্য পাওয়া যায়নি। খবর তাস ও আনাদোলুর।   

দীর্ঘদিন ধরেই ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে যাওয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ শান্তি আলোচনার দিকে চেয়ে আসে গোটা বিশ্ব।

তুর্কি সময় সোমবার (২ জুন) সকাল ১০টায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরে দুপুর ১টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) গড়ায়। 

স্থানীয় সময় দুপুর ১টায় ইস্তাম্বুলের ঐতিহাসিক চিরাগান প্যালেসে মুখোমুখি বসে দুই দেশের প্রতিনিধি দল।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কির নেতৃত্বে গত ১১ মে অনুষ্ঠিত রুশ দল প্রথম বৈঠকে ১০০০ যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছিল। 

এছাড়াও ভবিষ্যৎ যুদ্ধবিরতির প্রস্তাব পেশ এবং পরবর্তী দফায় এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

মেডিনস্কি সংবাদসংস্থা তাসকে বলেন, আলোচনার ফলাফলে আমরা সন্তুষ্ট। উভয় পক্ষ গঠনমূলক আলোচনা করেছে এবং অগ্রগতি হয়েছে।

বিশ্বজুড়ে যুদ্ধবিরতির প্রত্যাশা বাড়িয়ে দেওয়া এই বৈঠকে ইউক্রেন অংশ নিয়েছে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে। দুই পক্ষ পরবর্তী পর্যায়ে নিজেদের নিজস্ব শান্তি প্রস্তাব পেশ করবে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইস্তাম্বুলের এই আলোচনা ভবিষ্যতে যুদ্ধের অবসানের ক্ষেত্রে নতুন পথ খুলে দিতে পারে।

-এমএমএস