images

আন্তর্জাতিক

ইরানের মধু রফতানি বেড়েছে ২০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে ২০২৫, ০৮:৪৮ পিএম

ইরানের মৌমাছি পালন উন্নয়ন পরিকল্পনার দায়িত্বে থাকা কর্মকর্তার মতে, ইরানের মধু রফতানি গত ইরানি বছরে (যা ২০ মার্চ শেষ হয়) ২০ শতাংশ বেড়েছে। তবে শিল্প নেতারা সতর্ক করে দিয়েছেন, নীতি-সম্পর্কিত রফতানি বাধাগুলি এই খাতের টিকে থাকার জন্য হুমকিস্বরূপ।

ইরানের জাতীয় মৌমাছি পালন উন্নয়ন প্রকল্পের নেতৃত্বদানকারী হোসেন আকবরপুর বলেছেন, গত বছরে মধু রফতানি ১ হাজার ৮৭৩ টনে পৌঁছেছে। পণ্যের স্বাস্থ্য-ভিত্তিক প্রকৃতির কারণে মৌমাছি পালন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মধু উৎপাদনে ইরান বর্তমানে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী বছরে উৎপাদন হয় প্রায় ২ দশমিক ১৩ মিলিয়ন টন, সেখানে সাম্প্রতিক জাতীয় জরিপের ভিত্তিতে ইরানের অবদান রয়েছে ১ লাখ ২৮ হাজার টন।

আকবরপুরের মতে, ইরানের মৌমাছি পালন শিল্প কৃষিক্ষেত্রের জন্য সরাসরি উপকরণের তুলনায় প্রায় ৯০ গুণ বেশি লাভজনক। ২০২৩ সালে মধু রফতানি ছিল প্রায় ১ হাজার ৫০৪ টন। সূত্র: তেহরান টাইমস