images

আন্তর্জাতিক

কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন! 

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে ২০২৫, ০৩:৩৫ পিএম

ভারতের কলকাতায় রাতের আকাশে দেখা মিলল একঝাঁক রহস্যময় ড্রোনের! রাতের অন্ধকারে সেই সব ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

কোথা থেকে এল এই ড্রোন, কারা ওড়াল— তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ জানায়, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিতে। ভিক্টোরিয়া পার্ক থেকে ব্রিগেডের ওপর দিয়ে এসব ড্রোন উড়তে দেখা যায়। 

বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। ড্রোনগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। জানা গেছে, ড্রোনগুলির বেশির ভাগই বিজয় দুর্গের (সাবেক ফোর্ট উইলিয়াম) আশপাশে উড়েছে। 

ফোর্ট উইলিয়াম যেহেতু সেনাদুর্গ, তাই ওই এলাকা ‘রেড জোন’ বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সোমবার রাতের ড্রোনগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে।

বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতে ড্রোন ওড়ানো হয়, এমনকি পুলিশ-প্রশাসনও নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে। 

সোমবার রাতের ড্রোনগুলি ঠিক কী ধরনের, সেটাই বড় প্রশ্ন। কলকাতা পুলিশ জানায়, মহেশতলার দিক থেকে ড্রোনগুলিকে উড়ে আসতে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় সতর্কও করা হয়েছে। 

সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি গুজবও হতে পারে, এমন তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব কিছু দেখে আনুষ্ঠানিক ভাবে বিষয়টি সম্পর্কে জানানো হবে বলে সেনা সূত্রে খবর।

-এমএমএস