images

আন্তর্জাতিক

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের বেঙ্গালুরু, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে ২০২৫, ০৮:০৫ এএম

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের বেঙ্গালুরু। বিভিন্ন জায়গা জলমগ্ন, শহরের রাস্তাঘাটে পানি থই থই করছে। অনেকেই বাড়িতে বন্দি! শুধু অলিগলি নয়, শহরের বড় বড় রাস্তাও পানির নিচে। 

শনিবার বিকেল থেকেই বেঙ্গালুরু এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সময় যত গড়িয়েছে, বৃষ্টির পরিমাণও বেড়েছে। শহরের দিকে দিকে পানি জমতে শুরু করে।

কোথাও হাঁটু সমান পানি, তো কোথাও আবার পানি কোমর ছুঁইছুঁই। বিপদ এড়াতে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করে রাখা হয়েছে। জানানো হয়েছে, যত ক্ষণ পর্যন্ত না পানি নামছে, তত ক্ষণ বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না।

রোববার সকালেও বৃষ্টির ছবি পাল্টায়নি। টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিঘ্ন হচ্ছে যান চলাচলও। শহরের বিভিন্ন জায়গায় ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন ব্যবস্থাও নেওয়া হচ্ছে। 

এখন প্রশাসনে প্রথম কাজই বন্যা পরিস্থিতি মোকাবিলা করা। ভবিষ্যতে যাতে এমন না হয়, তার স্থায়ী সমাধান খোঁজার কাজও চলছে।

শুধু রাস্তাঘাট নয়, শহরের বিভিন্ন মেট্রো স্টেশনেও পানি ঢুকে পড়েছে। ফলে মেট্রো পরিষেবাও বিঘ্নিত। কাজে বেরিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। 

পূর্ব বেঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যুও হয়েছে এক নারীর। মৃতের নাম শশিকলা (৩৫)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে পরিচারিকার কাজ করতেন। সোমবার সকালে কাজে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। 

এলাকারই একটি বাড়ি দেওয়াল ভেঙে পড়ে তার উপর। ধ্বংসস্তূপে চাপা পড়ে যান তিনি। তাকে ওই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

-এমএমএস