images

আন্তর্জাতিক

‘সিঁদুর’-এর পর এবার ভারতের ‘অপারেশন কেল্লার’

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০২৫, ০৪:০২ পিএম

পাকিস্তানের বিরুদ্ধে গত ৭ মে শুরু করা ‘অপারেশন সিঁদুর’ আপদত যুদ্ধবিরতির জন্য স্থগিত রাখলেও ভারত ‘অপারেশন কেল্লার’ নামে নতুন অভিযান। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোকাল কেল্লার এলাকায় ‘অপারেশন কেল্লার’ শুরু হয়েছে মঙ্গলবার। এখনও সেই অভিযান চলছে বলে জানিয়েছে ।

‘অপারেশন সিঁদুর’ এবং তার পর থেকে চলা ভারত-পাকিস্তান সংঘাতে আপাতত দাঁড়ি। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর অঘোষিত ‘যুদ্ধ’ থামাতে বড় ভূমিকা নিয়েছে আমেরিকা। চার দিনের লড়াইয়ে ইতি টানা হলেও জঙ্গিদমনে নতুন একটি অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতের দাবি, পাকিস্তানের 'মদতপুষ্ট' জঙ্গিদের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পর মঙ্গলবার জঙ্গিদের বিরুদ্ধে আর একটি সামরিক অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহনী। এটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কেল্লার’।

কিন্তু কী এই ‘অপারেশন কেল্লার’? এই অভিযানে নেমে জম্মু এবং কাশ্মীরের শোপিয়ান জেলার শোকাল কেল্লার এলাকায় তিন জঙ্গিকে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ‘অপারেশন কেল্লার’-এর ঘোষণা করা হয়। ভারতীয় সেনাবাহিনীর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লেখা হয়, ‘অপারেশন কেল্লার। ১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোকাল কেল্লার এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অনুসন্ধান এবং শুদ্ধি অভিযান শুরু করে ভারতীয় সেনা। অভিযান চলাকালীন জঙ্গিরা গুলবর্ষণ করে। পাল্টা গুলি চালায় সেনা। যার ফলে তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে।’

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর জঙ্গি-বিরোধী এই নয়া অভিযানে হিত তিনজনের মধ্যে একজন ছিলেন শাহিদ কুট্টে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লশকর-ই-ত্যাইয়েবার শীর্ষ কমান্ডার হিসাবে পরিচিত ছিল শাহিদ।

পুলিশের এক জন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, নিহত তিনজনই লশকরের জঙ্গি ছিল। তাদের মধ্যে দু’জনকে শাহিদ কুট্টে এবং আদনান শফি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তৃতীয় জঙ্গির পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, শোপিয়ানের ছোটিপোরা-হীরপোরা এলাকার বাসিন্দা ছিলেন শাহিদ। 

-এমএমএস