আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫, ১০:৪৫ এএম
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে প্রয়াত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
এতে সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে তা পরিষ্কার হয়নি। ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও এ হামলার বিষয়ে জ্ঞাত দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে হামলাটি চালানো হয়।
গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে তার ভাই মোহাম্মদ সিনওয়ার গাজায় হামাসের আসল নেতা হয়ে উঠেছিলেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় হাসপাতালে হামলায় ছয় ফিলিস্তিনি নিহত ও আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হাসপাতালটির নিচে ভূগর্ভস্থ একটি অবকাঠামোতে ‘হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ ছিল, সেখানে তারা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্যস্থল করেছে তারা।
কাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে আইডিএফ তা জানায়নি।
খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান ডা. সালেহ আল হামসের ভাষ্য অনুযায়ী, হাসপাতালের উঠানে অনেকগুলো ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এতে কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ঘটনাটিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন তিনি।
হামলার সময় মেডিকেল টিমগুলো রোগীদের হাসপাতালের নিরাপদ পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করে।
-এমএমএস