আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম
ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাক বলেছেন, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তার দেশের বাণিজ্য বিনিময়ের পরিমাণ ১৩০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।
সোমবার তেহরানের স্থায়ী আন্তর্জাতিক মেলায় আয়োজিত ‘ইরান এক্সপো ২০২৫’ শীর্ষক ইসলামী প্রজাতন্ত্রের সপ্তম রফতানি সম্ভাবনা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই তথ্য জানান।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক বিনিময়ের হার বেড়েছে।
মন্ত্রী আরও বলেন, ইরান গত ইরানি ক্যালেন্ডার বছরে (২১ মার্চ ২০২৪ থেকে ২০ মার্চ ২০২৫) ১৫২ মিলিয়ন টন পণ্য অন্যান্য দেশে রফতানি করেছে। যার মূল্য ৫৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। সূত্র: মেহর নিউজ
ইএ