images

আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৬ এএম

ইয়েমেনের উত্তর-পশ্চিমের সাদায় আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীদের রাখা একটি আটক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর ৬৮টি মৃতদেহ উদ্ধারের খবর দিয়েছে হুতি পরিচালিত আল মাসিরাহ টিভি।

সোমবার এক প্রতিবেদনে মার্কিন হামলায় ৪৭ জন আহত হয়েছে বলেও জানিয়ে ছিল তারা। সাদা হুতিদের অন্যতম শক্ত ঘাঁটি, এর আগেও সেখানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। খবর বিবিসি ও রয়টার্সে

গত রোববার রাতে হামলার সময় আটক কেন্দ্রটিতে ১১৫ আফ্রিকান অভিবাসী ছিলেন বলে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানিয়েছে মাসিরাহ টিভি। তাদের দেওয়া এক ভিডিও ফুটেজে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে একাধিক মৃতদেহ ঢাকা দেখা গেছে।

এ হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হুতিরা সাদায় হামলায় প্রাণহানির কথা জানানোর আগেই মার্কিন বাহিনী ইয়েমেনে অভিযান বিষয়ে এখন থেকে স্বল্প তথ্য প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছিল।

‘অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার’ জন্য এমনটা করা হচ্ছে বলেও জানিয়েছিল তারা।

১৫ মার্চ হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদারের পর থেকে এ পর্যন্ত ৮ শতাধিক নিশানায় হামলা হয়েছে বলেও জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। 

-এমএমএস