আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১০:২২ পিএম
ইরানের দুগ্ধজাত পণ্য রপ্তানি গত ফারসি ক্যালেন্ডার বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে। এই পণ্য রপ্তানি থেকে দেশটির আয় প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একটি শিল্প ইউনিয়ন প্রকাশিত পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
প্রেস টিভির তথ্যমতে, ইরান ডেইরি ইন্ডাস্ট্রিজ সোসাইটির (আইডিআইএস) পরিসংখ্যানে দেখা গেছে, ফেব্রুয়ারির শেষের দিকে ১১তম ফারসি ক্যালেন্ডার মাসে ইরানের দুগ্ধজাত পণ্য রফতানি হয় দশমিক ৫৮৭ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি। যার মূল্য ৯৪৮ দশমিক ৯ মিলিয়ন ডলার।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসের তুলনায় ইরান থেকে দুগ্ধজাত পণ্যের রফতানি পরিমাণের দিক থেকে ১৯ শতাংশ এবং মূল্যের দিক থেকে ৪৩ শতাংশ বেড়েছে।
আইডিআইএস জানিয়েছে, ইরান থেকে মোট দুগ্ধজাত পণ্য রফতানির ৩৮.৬% ছিল গুঁড়ো দুধ, যা ১১ মাসের মধ্যে দেশটির জন্য প্রায় ৩৬৬.৭ মিলিয়ন ডলারের রাজস্ব আয় করেছে এবং বছরে ৫১% বৃদ্ধি পেয়েছে।
ফেব্রুয়ারির শেষের দিকে শেষ হওয়া ১১ মাসে ইরানের পনির রফতানি আগের একই সময়ের তুলনায় ১৭% বৃদ্ধি পেয়ে ১৪৬.২ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
পরিসংখ্যানে দেখা গেছে যে ফেব্রুয়ারির শেষের দিকের ১১ মাসে ইরানের মাখন রফতানি থেকে ১৬৯.৯ মিলিয়ন ডলার রাজস্ব আয় হয়েছে, যা আগের একই সময়ে ৪৬.৯ মিলিয়ন ডলার ছিল।
অপরিশোধিত তেলের রাজস্ব থেকে দূরে থেকে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টার অংশ হিসেবে ইরান দেশ থেকে খাদ্য রফতানি উৎসাহিত করার জন্য নীতিমালা চালু করেছে।
গত সপ্তাহে ইরানের কাস্টমস অফিস কর্তৃক প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে যে, দেশটি ২০ মার্চ পর্যন্ত বছরে প্রায় ৫.২ বিলিয়ন ডলার মূল্যের কৃষি পণ্য রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় ২৯% বেশি।
সূত্র: মেহর নিউজ