images

আন্তর্জাতিক

কাশ্মীরে হামলার খবরে সৌদি সফর বাতিল করে ভারতে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ১০:১৩ এএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ পর্যটক। আহত হয়েছেন আরও অনেকে। 

এই পরিস্থিতিতে সৌদি আরব সফর বাতিল করে বুধবার সকালেই দেশে ফিরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেছেন, সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতের উদ্দেশ্যে রওয়ানা করেছেন প্রধানমন্ত্রী।

পিটিআই সূত্রে বলা হয়েছে, মঙ্গলবার রাতে সৌদির বাদশার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির উদ্দেশ্যে বিমানে ওঠেন মোদি।

যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণেই তৃতীয়বারের মতো সৌদি সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু, এই পরিস্থিতিতে জরুরি অবস্থায় দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

বুধবার রাতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মোদির। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজসহ একাধিক কর্মসূচি ছিল তার। কিন্তু সবকিছু বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি। বুধবার ভোরেই দিল্লিতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী।

বস্তুত পহেলগামে হামলার খবর মোদিকে বিচলিত করেছে। ইতোমধ্যেই এই সন্ত্রাসী হামলা নিয়ে সৌদি আরব থেকেই সামাজিকমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন মোদি। 

বিকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরে ঘিরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন মোদি। 

প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছেছেন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেরেছেন একাধিক উচ্চপর্যায়ের বৈঠকও।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পহেলগামে হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। 

পহেলগামে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। 

স্থানীয় সূত্রের দাবি, সন্ত্রাসীরা এসেছিলেন সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চালিয়েছেন তারা। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।

-এমএমএস