images

আন্তর্জাতিক

পাকিস্তানে হিন্দু মন্ত্রীর ওপর ‘হামলা’

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০২৫, ০৯:০০ এএম

পাকিস্তানের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী খিয়েল দাস কোহিস্তানির ওপর ‘হামলা’ চালানোর অভিযোগ উঠল বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে আলু, টম্যাটো ছুড়ে মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দেশটির সিন্ধু প্রদেশে একদল বিক্ষুব্ধ জনতার হামলার মুখে পড়েন পাকিস্তানি এ হিন্দু মন্ত্রী। সিন্ধু প্রদেশের থাট্টা জেলা দিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী খিয়েল দাস কোহিস্তানি। 

এ সময় সরকারি কিছু নীতির প্রতিবাদে বিক্ষোভ করছিলেন একদল জনতা। তারা মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে টম্যাটো এবং আলু ছুড়ে মারেন। যদিও ওই ঘটনায় পাকিস্তানি মন্ত্রী অক্ষতই রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

pak-hindu

বস্তুত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভায় অন্যতম সংখ্যালঘু মুখ কোহিস্তানি। সিন্ধু প্রদেশে সেচের জন্য পাকিস্তান সরকারের বেশ কিছু খাল কাটার প্রকল্প ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। 

আরও পড়ুন: শতাধিক ইসরায়েলি গোয়েন্দা নিয়োগ দিয়েছে মেটা

সেচের জন্য ওই খালগুলি কাটা হলে সিন্ধু প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নদীর নিম্ন অববাহিকায় জলের ধারা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

ওই সরকারি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে সিন্ধু প্রদেশে। শনিবারও এমন একটি বিক্ষোভের মুখে পড়েন কোহিস্তানি। 

মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ এবং তার গাড়ি লক্ষ্য করে আলু-টম্যাটো ছুড়ে মারার ঘটনাকে ‘হামলা’ বলে ব্যাখ্যা করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজও। কীভাবে এই ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন শাহবাজ। 

তিনি বলেন, জনপ্রতিনিধিদের ওপর হামলা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। ডারা এই ঘটনায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

সিন্ধু প্রদেশের পুলিশের ইনস্পেক্টর জেনারেল গুলাম নবি মেমনের থেকে এই ঘটনার রিপোর্ট তলব করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। 

এ ঘটনার নিন্দা জানান সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহও। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই।

-এমএমএস